বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে মৎস সপ্তাহ উদযাপন

সখীপুরে মৎস সপ্তাহ উদযাপন

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে মৎস সপ্তাহ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা, আলোচনাসভা ও পোনামাছ অবমুক্ত করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার এসব কর্মসূচি পালিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু।

এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, উপজেলা মৎস কর্মকর্তা রফিকুল ইসলাম ও মৎসচাষি আনোয়ার হোসেন বক্তব্য দেন। আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনার পর সখীপুর উপজেলা পরিষদের পুকুরে প্রায় ৩০ কেজি পোনা অবমুক্ত করা হয়। গত বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে মৎস সপ্তাহের কর্মসূচি শুরু হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -