এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে একই মঞ্চে উপজেলা যুবলীগ সদস্য
আনোয়ার হোসেনকে সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন কালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোতালেব শিকদার বাবুল। মঙ্গলবার বিকেলে উপজেলার কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনকালে এ জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ তুলা মিয়াসহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও শিক্ষক /শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। একই মঞ্চে যুবলীগ নেতাকে সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করায় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সম্প্রতি বিএনপির ওই নেতাকে ভেকু ও অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানাও কর হয়।
এ ব্যাপারে কালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোতালেব শিকদার বাবুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্কুলের অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ওই যুবলীগ নেতাকে দাওয়াত দিয়েছিল। বিষয়টি আমি অতটা গুরুত্বপূর্ণ মনে করিনি।
উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু বলেন, বিষয়টি আমার জানা নেই। এ রকম হয়ে থাকলে তদন্তপূর্বক সাংগঠিক ব্যবস্থা নেয়া হবে।