নিউজ টাঙ্গাইল ডেস্ক:
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা লিগ্যাল এইড’র সখীপুর উপজেলা শাখার দ্বি-মাসিকসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা লিগ্যাল এইড’র সভাপতি আলহাজ্ব শওকত শিকদার, জেলা লিগ্যাল এইড’র পোগ্রাম কর্মকর্তা মো. ইকবাল ফিরুজ, কৃষি কর্মকর্তা ফায়জুল ইসলাম ভূঁইয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, ব্রাক ওয়াশ প্রকল্পের উপজেলা সমন্বয়ক সুমন কুমার শাহা. নিউজ টাঙ্গাইলের সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু প্রমুখ উপস্থিত ছিলেন।