মঙ্গলবার, মে ৩০, ২০২৩
Homeঅপরাধসখীপুরে শহীদ মিনারে বাঁশ রাখায়  আ.লীগ নেত্রীকে জরিমানা

সখীপুরে শহীদ মিনারে বাঁশ রাখায়  আ.লীগ নেত্রীকে জরিমানা

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে বাঁশ রাখার অভিযোগে বৈশাখী মেলা উদযাপন কমিটির পরিচালক উপজেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক রওশনআরা রিতাকে  ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (০১ মে) দুপুর ১২টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আলম এ জরিমানা করেন।
 ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্খানীয় প্রশাসনের আয়োজনে উপজেলা মাঠে ঈদের দিন থেকে সাতদিন ব্যাপি বৈশাখী মেলা চলছিল। এসএসসি পরীক্ষার শুরু হওয়ায় কারণে ২৯ এপ্রিল মেলাটি বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। মেলা বন্ধ হওয়ায় স্টলের ব‍্যবহৃত বাঁশ শহীদ মিনারে রাখায়  মহান মে দিবস উপলক্ষে উপজেলা শ্রমিক নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দিতে না পারায় বিষয়টি সবার নজরে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম  বৈশাখী মেলা উদযাপন কমিটির পরিচালক উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আরা রিতা ও ডেকোরেটরের মালিক ফেরদৌসকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আরা রিতা বলেন, উপজেলা মাঠে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা শেষে গতকাল শহীদ মিনারের কাছে মাঠে বাঁশগুলো রাখা হয়েছিল। কে বা কারা বাঁশ শহীদ মিনারে রেখেছে আমি জানি না।
 ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম বলেন, শহীদ মিনারে মেলায় ব‍্যবহৃত বাঁশ রাখার অভিযোগে মেলা উদযাপন কমিটির পরিচালক ও ডেকোরেটরের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -