বুধবার, অক্টোবর ৯, ২০২৪
Homeআমাদের টাঙ্গাইলসখীপুরে সড়ক দুর্ঘটনায় কাচামাল ব্যবসায়ী নিহত

সখীপুরে সড়ক দুর্ঘটনায় কাচামাল ব্যবসায়ী নিহত

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সিএনজির আরোহী কাচামাল ব্যবসায়ী বাবুল আহমেদ (৫০) নিহত হয়েছেন। অপর দিকে মোটরসাইকেল আরোহী সিয়ামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৮ মে) সকাল সাড়ে ১০ টার দিকে সখীপুর-ঢাকা সড়কের বোয়ালী পন্ডিত বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল আহমেদ টাঙ্গাইল সদর উপজেলার বড়ুহা গ্রামের শামছল হকের ছেলে। তিনি সখীপুরে কাচামালের ব্যবসা করতেন।

জানা যায়,বুধ্বার সকাল সাড়ে ১০ টার দিকে ওই ব্যবসায়ী সিএনজি যোগে টাঙ্গাইল যাওয়ার পথে উপজেলার বোয়ালী পন্ডিত বাড়ি মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজি উল্টে যায়। এ সময় সিএনজিতে থাকা বাবুল আহমেদ ও মোটরসাইকেল আরোহী বোয়ালী গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে সিয়ামকে (১৮) গুরুতর আহত অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপেক্সে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক বাবুল আহমেদকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল আরোহী সিয়ামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর আলম সড়ক দুর্ঘটনায় বাবুল আহমেদ নামের এক সিএনজি আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -