নিউজ টাঙ্গাইল ডেস্ক:
টাঙ্গাইলের সখীপুরে নলুয়া সান একাডেমিক স্কুলের পিএসসি ও জেএসসি পরীক্ষার্থীদের উদ্যেশে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে স্কুল মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে যাদবপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) কেএম হেলাল উদ্দিনের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজান জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডিএম শরীফুল ইসলাম শফী, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান লিটন, সখীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল ইসলাম কাজী বাদল, নলুয়া বাছেত খান উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ডিএম জয়নাল আবেদীন মাস্টার, নলুয়া ইসলামিয়া কলেজিয়েট মাদরাসার সভাপতি বিল্লাল হোসেন, নিউজ টাঙ্গাইল পত্রিকার সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মোল্লা, নলুয়া বাজার বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান শাহজাহান, সম্পাদক ডিএম শাহীনুর রহমান শাহীন, সান একাডেমির সভাপতি অধ্যাপক তোফাজ্জল হোসেন রানা, স্কুল প্রতিষ্ঠাতা হুমায়ন কবির, পরিচালক আনিসুল হক, ইউরেকা শিক্ষা পরিবারের পরিচালক মনিরুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন।