এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট আহমেদ আযম খানের কুশপুতুলে আগুন দিয়েছে বিএনপির একাংশের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। শুক্রবার বিকেল সাড়ে ছয়টায় বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় মুখতার ফোয়ারা চত্বরে আহমেদ আযম খানের কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে দেয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলমের প্রাথমিক সদস্যপদ বাতিল করার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে উপজেলা বিএনপির এক পক্ষের সভাপতি শরীফ পাপ্পুর সভাপতিত্বে উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বাছেদ শিকদার, পৌর বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবু রায়হান রাসেল, শেখ জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য দেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিয়াউল হক মুঠোফোনে বলেন, জাহাঙ্গীর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে কিনা তা আমার জানা নেই। তবে ওপরের নির্দেশ পেয়ে তাঁকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি আহমেদ আযম খান মুঠোফোনে বলেন, শেখ জাহাঙ্গীর আলম বর্তমানে আওয়ামী রাজনীতির সঙ্গে থেকে গোপনে বিএনপির ক্ষতি করছেন। এ কারণেই তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য; গত ২৩ জুলাই জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি জিয়াউল হক শাহীন ও সাধারণ সম্পাদক এমএ রউফ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে সখীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলমকে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।