নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে সেনিটেশন নিরাপত্তা পরিকল্পনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা হয়েছে। আজ মঙ্গলবার বেসরকারি সংস্থা ব্যুরো-বাংলাদেশ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ওয়াটার এইড বাংলাদেশের আয়োজনে ও বেসরকারি সংস্থা বাসা ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মশালায় সভাপতিত্ব করেন সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. তানভীর আহমেদ।
এ ছাড়াও টাঙ্গাইলের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জমির উদ্দিন, বেসরকারি সংস্থা বাসা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, ওয়াটার এইডের কারিগরি উপদেষ্টা তাহমিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট শাহীনুর আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সোহেল রানা, নগর সেনিটেশন উন্নয়ন বিশেষজ্ঞ কে. এম. আমিন প্রমুখ।