নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরের ‘স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন’ নামের একটি সামাজিক সংগঠন ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালায়।
শুক্রবার সকাল থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ওই সংগঠনের একদল তরুণ সূর্যতরুণ শিক্ষাঙ্গণের চারপাশের ঝোপ-ঝাড় পরিষ্কার করে। স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের সভাপতি আবদুস সাত্তার ও সাধারণ সম্পাদক মনির শিকদার জানান, কিছুদিন আগে আমাদের এ সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে। সারাদেশে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে।
সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা সংগঠনের এক ঝাঁক তরুণ বন্ধু মিলে সূর্যতরুণ শিক্ষাঙ্গণের চারপাশে ও আন্ধি সড়কের কয়েকটি বাঁকা স্থানে ঝোপ-ঝাড় পরিষ্কার করেছি। আমরা সমাজের যে কোনো ভালো কাজের সঙ্গে সব সময় জড়িয়ে থাকতে চাই।