নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে
স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের এর নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ২৬ জুলাই পৌরসভার ৪নং ওয়ার্ডের স্মৃতিসৌধ স্মরণীতে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন এর নতুন কমিটি ঘোষণা করা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ আব্দুস সাত্তার ভিপি (সাদমান সাদি) সভাপতি, মনির শিকদারকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্যের কার্যকরি কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন নাজমুছ ছাকিব (তালুকদার)।
কমিটি ঘোষণা করার সময় ফাউন্ডেশনের
সিনিয়র সদস্য ও শুভাকাঙ্ক্ষী উজ্জল আহাম্মেদ সকলকে মানব সেবায় এগিয়ে আসতে বলেন। তিনি আরোও বলেন, আমাদের মানব সেবায় মনোনিবেশ করতে হবে।
সাধারণ সম্পাদক বলেন, মানব সেবার প্রত্যয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন বলেন, আমরা মানুষের সেবায় সবসময় সকলকে নিয়ে কাজ করবো।
প্রতিষ্ঠানের সভাপতির বক্তব্যে সাত্তার ভিপি বলেন, ফাউন্ডেশনটি অসহায় পথশিশু ও দরিদ্র মেধাবীর পাশে থেকে সকল প্রকার সামাজিক কাজে সক্রিয় ভূমিকা পালন করবে। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও সকল সামাজিক ব্যাধির বিপক্ষে ফাউন্ডেশনটি সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।