শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু

সখীপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুস সামাদ তালুকদার (৬৫) নামের এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কচুয়া বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ ওই এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে।

জানা যায়, প্রতিদিনের মত  কচুয়া বাজারের  ব্যবসা প্রতিষ্ঠান থেকে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে  পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন সামাদ তালুকদার। পথিমধ্যে  দ্রুতগামী একটি যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয়রা  উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।  অবস্থার অবনতি হলে পরে তাকে  টাঙ্গাইল  শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন,   লাশ দাফনের জন্য  নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -