সোমবার, নভেম্বর ৪, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১০

সখীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১০

 

এম সাইফুল ইসলাম শাফলু  :
টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় আলেয়া আক্তার (৪৫) নামে এক গৃহবধূ নিহত ও শিশুসহ ১০জন গুরুতর আহত হয়েছেন। আহত ১০ জনের মধ্যে আটজনকেই টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আলেয়া বেগম পাশ্ববর্তী বাসাইল উপজেলার ময়থা উত্তরপাড়া গ্রামে মাওলানা আবুল কাশেম আইয়ুব ওরফে শরিফুল ইসলামের স্ত্রী।
আহতরা হলেন, বাসাইলের ময়থা ঝনঝনিয়া গ্রামের মাওলানা আবুল কাশেম আইয়ুব (৫৫), আবদুল জলিল (৭০), জাহাঙ্গীর আলম (৪০), দেলোয়ার হোসেন (৬০), ভালুকা উপজেলার বাটাজোর গ্রামের পারুল বেগম (৩৫), আল-আমীন (১৩), নাজমা আক্তার (২৭) ও নাবিল (১) সখীপুরের বড়চওনা দেবরাজ গ্রামে আলেয়া আক্তার (৩০) সুমাইয়া (৪)।
এদের মধ্যে নিহত আলেয়ার স্বামী মাওলানা আবুল কাশেম আইয়ুব ওরফে শরিফুল ইসলামের (৫৫) অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, শুক্রবার সকাল নয়টার দিকে ময়মনসিংহের ভালুকার ভরাডোবা এলাকা থেকে টাঙ্গাইলের বাসাইল অভিমুখি একটি সিএনজি চালিত অটোরিকশা সখীপুর-সাগরদিঘী সড়কে উপজেলার কচুয়া পুকুরপাড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার ভোরে একটি সিএনজি ভাড়া করে বাসাইল থেকে ভালুকার ভরাডোবা কবিরাজ বাড়ি চিকিৎসা নিয়ে ফেরার পথে তাঁরা দুর্ঘনার শিকার হন।
সখীপুর থানার ওসি মো. মাকছুদুল আলম বলেন, দুর্ঘটনায় শিকার দুইটি অটো সিএনজিই থানায় রাখা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -