শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে হত্যামামলার আসামিসহ গ্রেফতার ৭

সখীপুরে হত্যামামলার আসামিসহ গ্রেফতার ৭

 

এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুরে চাঞ্চল্যকর দুলাল হত্যাকান্ডের দুই আসামিসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- দুলাল হত্যাকান্ডের দুই আসামি উপজেলার মোচারিয়া পাথার গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে ইদ্রিস আলী (৫০) একই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে তাইজ উদ্দিন (৫৯)। অন্যদিকে একই রাতে বনের গাছ কাটার বন মামলার ওয়ারেন্টভুক্ত উপজেলার কাকড়াজান ইউনিয়নের বেরিখোলা গ্রামের আবদুল আজিজ মিয়ার ছেলে বাদশা মিয়া, তারাকুড়ি গ্রামের জুলহাস উদ্দিনের ছেলে ঠান্ডু মিয়া, একই গ্রামের মৃত চাঁনপুরীর ছেলে ইয়াদ আলী, খোংগারচালা গ্রামের হাজী আক্কেল আলীর ছেলে আনিছুর রহমান আনিচ এবং যাদবপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের কাজিম উদ্দিনের ছেলে আবুল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -