বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
Homeআন্তর্জাতিকসখীপুরে হত্যা চেষ্টা মামলায় মনির সিকদার কারাগারে

সখীপুরে হত্যা চেষ্টা মামলায় মনির সিকদার কারাগারে

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের আনোয়ার দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে কুপিয়ে জখমকারী মনির সিকদারের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। ১৫ জুলাই (সোমবার) বিকেলে টাঙ্গাইল জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর ৪নং আদালতে মামলার প্রধান আসামী মনির সিকদার আত্মসমর্পণ করতে গেলে ম্যাজিস্ট্রেট রুমি খাতুন তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। মনির সিকদার একই গ্রামের মৃত সামাদ সিকদার এর ছেলে।

জানা যায়, ৮ জুন উপজেলার কাকড়াজান ইউনিয়নের আদানি ভূয়াইদ গ্রামের মৃত সবুর দেওয়ানের ছেলে ডিএম. আনোয়ার দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে মনির সিকদার রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে । এ ঘটনায় হামলার শিকার ভুক্তভোগী আনোয়ার দেওয়ান গত ১০ জুন সখীপুর থানায় মনির সিকদারসহ ৯ জনের বিরুদ্ধে ১৪৩,৩৪১,৩২৩, ৩২৬,৩০৭,৩৭৯,৫০৬ ও ১১৪ ধারায় মামলা করেন।

সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল জজ কোর্ট এর বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইমরুল ইসলাম ওমর বলেন, আসামী মনির সিকদার আদালতে আত্মসমর্পণ করতে গেলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -