এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুরে ১গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদের হেরোইন বিক্রির সময় হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কালু মিয়ার ছেলে মো. মতিয়ার রহমান মতিন (৩৫) এবং একই ওয়ার্ডের আবদুস সালামের ছেলে মো. মামুন আহমেদ (৩০)।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বুধবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।