এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে তিন পুড়িয়া হেরোইন ও আধা কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বেড়বাড়ী বাজারের রোকেয়া ডেন্টাল ক্লিনিক ও সখীপুর পৌরশহর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- তিন পুড়িয়া হেরোইনসহ উপজেলার দাড়িয়াপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো আলমগীর হোসেন (২৪), যাদবপুর টানপাড়া গ্রামের সাইজ উদ্দিনের ছেলে মুনসুর মিয়া (২৩) এবং আধা কেজি গাঁজাসহ কালিয়াকৈর উপজেলার পাপুড়িয়া এলাকার মৃত তহর উদ্দিনের ছেলে আহসান উদ্দিন (৭০)।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, গ্রেফতারকৃতদের শনিবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।