শুক্রবার, সেপ্টেম্বর ২৯, ২০২৩
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের অনির্দিষ্টকালের কর্মবিরতি

সখীপুরে হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের অনির্দিষ্টকালের কর্মবিরতি

এম সাইফুল ইসলাম শাফলু: স্বাস্থ্য পরিদর্শক -১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক -১২ এবং স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড প্রদান করে নিয়োগ বিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবিতে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের সখীপুরে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীবৃন্দ। সোমবার সকালে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর উদ্দ্যোগে এ কর্মবিরতি শুরু হয়। এর আগে গত ২৬ নভেম্বর বৃহস্পতিবার থেকে তারা আন্দোলন শুরু করেন।

বক্তারা বলেন, আমাদের ন্যায্য দাবি ও ন্যায্য পাওনার জন্য এই কর্মবিরতি শুরু করেছি। সরকারের পক্ষে এই আন্দোলন। সরকারের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের দক্ষতা প্রয়োজন। সেই লক্ষ্যে স্বাস্থ্য পরিদর্শক -১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক -১২ এবং স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড প্রদান করতে হবে। যতদিন না পর্যন্ত দাবি মেনে না নেওয়া হবে ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে বলেও তারা জানান ।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -