মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪
Homeআমাদের টাঙ্গাইলসখীপুরে ১০নং বড়চওনা ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

সখীপুরে ১০নং বড়চওনা ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে নবগঠিত ১০ নং বড়চওনা  ইউনিয়নের ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত ২ কোটি ৩৮ লাখ ১২ হাজার ১শ’ ৫০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।  মঙ্গলবার  দুপুরে ইউনিয়ন পরিষদ ক্যাম্পাসে এ  বাজেট ঘোষণা করা হয়। এ উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে অত্র ইউনিয়নের প্রশাসক উপজেলা একাডেমিক সুপারভাইজার  মুহাম্মদ আনোয়ার হোসেন  এর সভাপতিত্বে  বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সাইদুজ্জামান।

পরিষদের সদস্য মোঃ রফিকুল ইসলামের  সঞ্চালনায়  উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী ফারজানা আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, বড়চওনা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুর রউফ, কালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম সরকার লাল,বীর মুক্তিযোদ্ধা  খান মুহাম্মদ সেলিম, বিআরডিবি চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু,সাবেক ইউপি সদস্য আজাহারুল ইসলাম, ডা, রাসেল আহমেদসহ পরিষদের সদস্যবৃন্দ ও এলাকার সূধীজন উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -