এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে নূরুল ইসলাম (৫০) নামের তিন সন্তানের জনকের বিরুদ্ধে ৫ম শ্রেণিতে পড়ুয়া (৯) এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের মধ্য দেওবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিন বিকেলেই মেয়েটির বাবা বাদী হয়ে সখীপুর থানায় বখাটের নূরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছেন।
মেয়েটির পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ৫ম শ্রেণিতে পড়–য়া ওই শিক্ষার্থী বাড়ির পাশে খেলা করছিল। এমন সময় দাড়িয়াপুর আকন্দপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে তিন সন্তানের জনক (সর্ম্পকে নানা) নূরুল ইসলাম (৫০) আম দেওয়া কথা বলে বাড়ির পাশে আয়নাল হকের গজারি বনের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে মেয়েটির আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে বখাটে নূরুল ইসলাম পালিয়ে যায়।
স্কুল ছাত্রীর বাবা মামলার বাদী বখাটে নূরুল ইসলামকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির এ ঘটনায় অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।