মঙ্গলবার, অক্টোবর ৩, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে ৭ হাজার ৫০জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষিপণ্য বিতরণ

সখীপুরে ৭ হাজার ৫০জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষিপণ্য বিতরণ

সখীপুর (টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে কৃষি পূনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৭ হাজার ৫০জন কৃষকের মাঝে কৃষিপণ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা হা-মীম তাবাসসুম প্রভার সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে কৃষিপণ্য বিতরণ করেন।

এ সময় কৃষকদের কৃষিমন্ত্রণালয় ২০২০ অর্থবছরের প্রাকৃতিক দুর্যোগের কারনে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে গম, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, মসুর, খেসারী, টমেটো, মরিচের বীজ ও সার বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকসহ প্রণোদনাপ্রাপ্ত কৃষকরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -