সখীপুর পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন’র কমিটি গঠন

0
87
News Tangail

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুর পৌরসভা কর্মকর্তা-কর্মচারী সার্ভিস এসোসিয়েশন’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বুধবার পৌরসভা কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। এতে পৌরসভার কার্য্য সহকারী মোহাম্মদ হুমায়ন কবীরকে সভাপতি এবং সহকারী কর নির্দারক মো. শরীফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট্য কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

কমিটি গঠন অনুষ্ঠানে অন্যদের মধ্যে সখীপুর পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, প্যানেল মেয়র মো. রফিকুল ইসলাম, পৌর সচিব মো. কামরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আসাদুল হক, কর আদায়কারী মো. বাদশা মিয়া,সহকারী কর আদায়কারী মো. মোয়াজ্জেম মিয়া,নলকূপ মিস্ত্রিী আবদুল মান্নানসহ পৌরসভার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।