ইসমাইল হোসেনঃ বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিক ঈদুল ফিতরের পরেরদিন সখীপুর উপজেলার ইন্দারজানি পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে আসছেন। তিনিসহ বেশ কিছু শিল্পী গানের তালে মাতাবেন উপজেলাবাসীকে।
ইন্দারজানি পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি ও প্রথম পুনর্মিলনী উদযাপন উপলক্ষ্যে ঈদের পরেরদিন বিদ্যালয় প্রাঙ্গণে র্যালি, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে উদযাপন কমিটি।
অনুষ্ঠান উদযাপন কমিটি সূত্রে জানা যায়, ইন্দারজানিসহ উপজেলাবাসীকে গানের তালে মাতাতে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিকসহ বিভিন্ন চ্যানেলে গান গাওয়া শিল্পীরা।
অনুষ্ঠানটি সফল করতে ইতিমধ্যে সকলের সহযোগিতা চেয়েছেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সূত্রটি আরও জানায়, বিদ্যালয়ে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে একটি মিলন মেলার আয়োজন করা হচ্ছে।
উল্লেখ্য, ইতিমধ্যে বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সবার মতামতের ভিত্তিতে ঈদের পরেরদিন ইন্দারজানি পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে মিলন মেলার আয়োজন করা হয়েছে।