এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুর সরকারি মুজিব কলেজের অবসরকালীন শিক্ষক ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. ছদরুদ্দিন আহমদ’র সভাপতিত্বে অবসরকালীন বিদায়ী শিক্ষক বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মো. জয়নুল আবেদীন মিঞা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মো. আব্দুল জলিল, ইতিহাস বিভাগের প্রভাষক মো. আব্দুল হামিদ আজাদ এবং গ্রন্থাগারিক মো. ছাইফুল ইসলাম ও ৪র্থ শ্রেণির কর্মচারী মো. আবু রায়হান মিঞাকে বিদায়কালীন সংবর্ধনা দেয়া হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।