সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাসহিংসতা ও নাশকতারোধে ভূঞাপুরে সুজনের মানববন্ধন

সহিংসতা ও নাশকতারোধে ভূঞাপুরে সুজনের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে চলমান পরিস্থিতিতে সহিংসতা, নাশকতা, দুর্নীতি ও অনিয়ম বন্ধ করাসহ সম্প্রীতি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে টাঙ্গাইলের ভূঞাপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুজন-সুশাসনের জন্য নাগরিক ভূঞাপুর উপজেলা শাখা। রবিবার (১১ আগস্ট) সকাল ১১ টায় ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

সুজনের উপজেলা শাখার সভাপতি মির্জা মহীউদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, সুজনের সহ-সভাপতি শাহ্ আলম প্রামাণিক, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম শহিদুল ইসলাম, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সংখ্যালঘু সংগঠনের নেতা বাবু সরণ দত্ত, সাংবাদিক অভিজিৎ ঘোষ প্রমুখ।

মানববন্ধনে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর, প্রতিভা ছাত্র ও যুব সংগঠন, যমুনা পাড়ের জনগণ সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্যরা অংশ নেন। একইদিন দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদের সাথে উপজেলা পরিষদ হলরুমে তরুণ সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -