শুক্রবার, জুন ৯, ২০২৩
Homeজাতীয়সাংবাদিক পেটানো সেই ছাত্রলীগ নেতা রিয়াদ বহিস্কার

সাংবাদিক পেটানো সেই ছাত্রলীগ নেতা রিয়াদ বহিস্কার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: সিটি নির্বাচনে দুই সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নিয়ে তাদের আটক রাখাসহ ভয়-ভীতি প্রদর্শনকারী সেই ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম খান রিয়াদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক তাকে বহিষ্কার করা হয়েছে বলে সংগঠনটির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ০১ ফেব্রুয়ারি সংগঠিত অনাকাঙ্খিত ঘটনায় জড়িত থাকায় ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শহিদুল ইসলাম খান রিয়াদকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। গত শনিবার (১ ফেব্রুয়ারি) ডিএসসিসি নির্বাচনের ভোটগ্রহণকালে গেন্ডারিয়া এলাকায় বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার মাহবুব মমতাজি, বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্টার নুরুল আমিন জাহাঙ্গীর ও দিন প্রতিদিন পত্রিকার রিপোর্টার পাপন শারীরিকভাবে হেনস্তার শিকার হন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -