শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাসাবেক মন্ত্রী আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে ভূঞাপুরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

সাবেক মন্ত্রী আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে ভূঞাপুরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর বড় ভাই বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির আয়োজনে এই কর্মসূচি আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

বক্তারা বলেন, পদত্যাগ করে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনা সরকার বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুকে হয়রানিমূলক মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে রেখেছে। মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার মুক্তি চাই।

এসময় গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লিংকন রায়হান ও সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বিক্ষোভ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশ নেন।

প্রসঙ্গত, আব্দুস সালাম পিন্টু ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০০১ সালে তিনি উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালের জানুয়ারিতে তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হন। গ্রেফতারের পর থেকেই তিনি কারাগারে আটক রয়েছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -