চিত্রনায়ক সালমান শাহর চলে যাওয়ার ২২ বছর হয়ে গেছে। দুই দশক পরও তার জনপ্রিয়তা কোনো অংশে কমেনি। এখনও তিনি প্রিয় নায়ক হয়ে আছে ভক্তদের হৃদয়ে। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময় জন্ম নেন বড় পর্দার এই উজ্জ্বল নক্ষত্র। ১৯৯৬ সালের এই মাসেই লাখো ভক্তকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে।
বুধবার (১৯ সেপ্টেম্বর) সালমান শাহর ৪৭তম জন্মদিন। এই দিনে তাকে স্মরণ করলেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। সকালে ঢাকা ক্লাবে আয়োজিত পূর্ণিমার নতুন সিনেমা ‘গাঙচিল’র মহরতে সালমান শাহকে নিয়ে কথা বলেন তিনি।
পূর্ণিমা বলেন, সালমান শাহ এখন আমাদের মধ্যে থাকলে আমার জন্য অনেক সুবিধা হতো। আমি হয়তো ওনার সঙ্গে কাজ করার সুযোগ পেতাম।
‘আমি যখন শিশুশিল্পী হিসেবে কাজ করতাম তখন ওনাকে আমি প্রথম সরাসরি দেখেছিলাম। এফডিসিতে উনি আমার শুটিংয়ের সেটে এসে ছিলেন, হাত তুলে আমাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। তখন ওনাকে দেখে অন্যরকম একটা ভালোলাগা কাজ করেছিলো। মুগ্ধ হয়েছিলাম। পরের বছরই তিনি পৃথিবী থেকে বিদায় নেন। এর দুই বছর পর আমি নায়িকা হয়ে ইন্ডাস্ট্রিতে আসি’।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে ‘গাঙচিল’ পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। এতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করছেন ফেরদৌস।