বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeখেলাধুলাসুপার ওভারে বিশ্বকাপ জিতল ইংল্যান্ড

সুপার ওভারে বিশ্বকাপ জিতল ইংল্যান্ড

শিরোপার স্বাদ কেমন, তা জানা ছিলো না দুই দলের কারোরই। এর আগে তিনবার ফাইনাল খেলেও ট্রফিতে চুমু খাওয়া হয়নি ইংল্যান্ডের।

অন্যদিকে বিশ্বকাপের গত আসরে ঘরের মাঠে হওয়া টুর্নামেন্টের ফাইনাল খেলেও, চ্যাম্পিয়ন হতে পারেনি নিউজিল্যান্ড।

এবারের বিশ্বকাপে ৬ বার ৩০০+ রান করা ইংলিশদের সামনে মাত্র ২৪১ রানের সংগ্রহ দাঁড় করিয়ে কাঁপিয়ে দিয়েছিল কেন উইলিয়ামসনের দল।

শেষ ওভারে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৫ রান। ট্রেন্ট বোল্টের করা সে ওভার থেকে ১৪ রান নিতে পারেন বেন স্টোকস। যে কারণে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো টাই হয় ফাইনাল ম্যাচ এবং শিরোপা নির্ধারণের জন্য ম্যাচ নেয়া হয়েছে সুপার ওভারে।

সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড। বাটলার এবং বেন স্টোকস মিলে ১৫ রান করে। এরপর ১৬ রানের লক্ষে ব্যাট করতে নেমে ১ ওভারে ১৫ রান করে নিউজিল্যান্ড। আর এতেই বিশ্বকাপের ১ম বারের মত শিরোপা জিতে ইংল্যান্ড।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -