টাঙ্গাইলের সখীপুরে নবগঠিত ১০নম্বর বড়চওনা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড চারিবাইদা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ঠিক রাখার দাবি জানানোর উপর প্রতিবেদন প্রকাশিত হয়।ওই প্রতিবেদনে সুলতান নগরে একটি বেসরকারী কিন্ডারগার্টেন ভোট কেন্দ্র যা সম্পূর্ণ বনবিভাগের জমির উল্লেখ করা হয়। যাহা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত।
মূলত সুলতান নগরের ওই কেন্দ্রটি রেকর্ডিয় জমির উপর স্থাপিত। যার খতিয়ান নং ১০৮৩ এবং দাগ নং ৮২৬৮।যোগাযোগ অবস্থাও অত্যান্ত ভাল।জনসংখ্যা ৩ হাজারের উপরে। চারিবাইদা এলাকাবাসীর দাবির প্রেক্ষিতেই ওই ইউনিয়নরে ২নম্বর ওয়ার্ড হিসেবে কুতুবপুর শাপলাপাড়া নামে গেজেটভূক্ত করা হয়। এবং সুলতান নগর ৩ নম্বর ওয়ার্ড ।
চারিবাইদা এলাকার ওয়াদুদ জামানসহ কতিপয় লোকের স্বার্থ হাছিলের জন্য মিথ্যা তথ্য দিয়ে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেন এবং সাংবাদিকদের দিয়ে নিউজ প্রকাশ করেন। সুলতান নগরের ভোটার ও সর্বসাধারণের পক্ষে আমি ওই সংবাদটির তীব্র প্রতিবাদ জানাই।
বাহাজ উদ্দিন