আগামী ৫ এপ্রিল সোমবার থেকে সারাদেশে করোনা সংক্রমণ প্রতিরোধে এক সপ্তাহের লকডাউনে যাচ্ছে সরকার। আজ৩ এপ্রিল শনিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজের সরকারি বাসভবনে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
ওবায়দুল কাদের বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার।’ এদিকে, একই তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
শনিবার (৩ এপ্রিল) দুপুরে তিনি বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এক সাপ্তহের জন্য সারা দেশে লকডাউনে যাচ্ছে সরকার।’
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল
SUBSCRIBE করতে ক্লিক করুন।