নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে ৮৫০ গ্রাম হেরোইনসহ সাকিবুল হাসান (৩১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন- ১৪ এর সদস্যরা। সাকিবুল হাসান নাটোরের গুরুদাসপুর উপজেলার সিধুলী গ্রামের জাকির শাহ’র ছেলে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকালে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন।
এরআগে বুধবার (১৪ ডিসেম্বর) বিকালে উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটককালে তার কাছে থাকা স্কুলব্যাগ থেকে ৮৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে র্যাব। এছাড়া একটি ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।
মহিবুল ইসলাম জানান, আটককৃত সাকিবুল আন্ত:জেলা মাদক কারবারি চক্রের একজন সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে অভিনব কৌশলে মাদকের ব্যবসা করতো। তার বিরুদ্ধে ঘাটাইল থানায় মাদক মামলা প্রক্রিয়াধীন।