হই যদি উন্মাদ
——-মারজিনা মিতু
তোমার প্রেমের গল্প নিয়ে
কবিতা লিখছি আমি,
খুশির সাগরে ভাসবো যখন
হারিয়ে গিয়েছ তুমি।
রোজই রাতে স্বপ্ন এসে
আমার কানে কয়,
দুদিনের এ খেলা ঘরে
কেউ কারো নয়।
তবুও তোমার স্মৃতিগুলো
পিছু ডাকে বারংবার
ভুলতে চেয়েও পারি না তোমায়
ভুলতে পারবো হয়তাবা
হই যদি কখনো উন্মাদ।