সকালে হাঁটতে বেরিয়েছিলেন এক কৃষক। এসময় ৪ দশমিক ৩৮ ক্যারেটের একটি হীরা খুঁজে পান তিনি। এতে রাতারাতি লাখপতি হয়ে গেছেন ওই কৃষক।
আলোচিত এ ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ভোপালের পান্না জেলায়।
শনিবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানায়, রাতারাতি লাখপতি হয়ে যাওয়া ওই কৃষকের নাম ইন্দ্রজিৎ সরকার। তিনি সকালে হাঁটতে বের হন। তখন হঠাৎই জ্বল জ্বল করতে থাকা একটি পাথর খুঁজে পান।
এরপর সেই পাথরটি ডায়মন্ড অফিসে নিয়ে যান তিনি। হীরাটির দাম ২০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ লাখ ৬৩ হাজার টাকা)।
স্থানীয় মিডিয়াকে ইন্দ্রজিৎ বলেন, একটি হীরা খনির পাশে ওই হীরাটি খুঁজে পান তিনি।
তিনি বলেন, আমি সঙ্গে সঙ্গে সেটি তুলে নেই এবং বুঝতে পারি সেটি হীরা। এরপর সেটি ওজন করে দেখা যায়, হীরাটি ৪ দশমিক ৩৮ ক্যারেটের। আর সেটির দাম প্রায় ২০ লাখ রুপি।
ওই এলাকার বহু মানুষ হীরা পাওয়ার আশায় অগভীর খনি ইজারা নিয়েছিলেন। কিন্তু তারা কখনও হীরা খুঁজে পাননি। ইন্দ্রজিতের খুঁজে পাওয়া হীরাটি পরে নিলামে তোলা হবে। কর কেটে নেয়ার পর টাকা পাবেন তিনি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।