শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩
Homeঅপরাধহাটহাজারীতে ইউপি চেয়ারম্যান মেম্বারের বিরুদ্ধে আদালতে মামলা

হাটহাজারীতে ইউপি চেয়ারম্যান মেম্বারের বিরুদ্ধে আদালতে মামলা

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের হাটহাজারীতে জালিয়াতির মাধ্যমে দলিল বানিয়ে অন্যের মালিকনাধীন জমি জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ এনে ইউপি চেয়ারম্যান, দুজন ইউপি সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগী এক নারী। অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করতে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

মামলায় অভিযুক্তরা হলেন, উপজেলার ১২ নম্বর চিকনদন্ডি ইউপি চেয়ারম্যান হাসান জামান বাচ্চু, ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য ইমন শীল রবিন (৩৭) ও একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. নুর হোসেন প্রকাশ চাপাতি হাসান (৩৮) ও ফতেয়াবাদ এলাকার স্থানীয় প্রণব কুমার দাস বাদল (৫৬), মো. সানী চৌধুরী বাপ্পী (৩০) এবং আবুল হোসাইন (৪৮)।

জানা যায়, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চিকনদন্ডি ইউপি চেয়ারম্যান হাসান জামান বাচ্চুর বিরুদ্ধে বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণের জন্য পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলার আবেদন করেন স্থানীয় খন্দকিয়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এসএম শওকত ওসমান। মামলাটি বর্তমানে পিবিআই, চট্টগ্রাম জেলা শাখা তদন্ত করছে। ওই নারীর করা মামলার অপর আসামি চিকনদন্ডি ইউপি ২নং ওয়ার্ড সদস্য নুর হোসেন প্র. চাপাতি হাসানের বিরুদ্ধে হত্যা, মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের অসংখ্য মামলা রয়েছে। ৩নং ওয়ার্ড সদস্য ইমন শীল রবিন ভূমি জালিয়াতি চক্রের সদস্য বলে জানা যায়। এই দুজন জাল দলিল তৈরি করেন। মামলায় চার নম্বর আসামি বাপ্পী এবং পাঁচ নম্বর আসামি আবুল হোসাইন অন্য আসামিদের সহযোগী। এবং চেয়ারম্যান হাসান জামান বাচ্চু অপর আসামি প্রণব কুমার দাস বাদলের জম্ম সনদ ও উত্তরাধীকারী সনদ ইস্যূ করেন।

মামলার বাদী আমাতুন নুর নামে ওই নারী বলেন, প্রণব কুমার দাসের ভুয়া মালিকানা দেখিয়ে চিকনদন্ডি ইউপি চেয়ারম্যান, দুজন মেম্বার ও অন্যান্য আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে আমার প্রয়াত স্বামীর মালিকানাধীন সম্পত্তি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় বাধা দিতে গেলে আমাদের ওপর হামলা চালায়। ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে কঠোর শান্তিমূলক ব্যবস্থা চান তিনি।

এদিকে চিকনদন্ডি ইউপি চেয়ারম্যান হাসান জামান বাচ্চু ও ইউপি সদস্য নুর হোসেন প্র. চাপাতি হাসান নিজেদের কে নির্দোষ বলে দাবি করেন। ইউপি সদস্য ইমন শীল রবিন ও অন্যান্য আসামিদেরকে মুঠোফোনে পাওয়া যায়নি।

মামলার তদন্ত কর্মকর্তা হাটহাজারী মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক হারুন উর রশীদ বলেন, আদালতের নির্দেশনা মোতাবেক অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ডে নেওয়া হয়েছে। ঘটনা অধিকতর তদন্ত চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -