রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাহাতপাখা-হারিকেন নিয়ে লোডশেডিংয়ের প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির ধর্মঘট

হাতপাখা-হারিকেন নিয়ে লোডশেডিংয়ের প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে অসহনীয় পর্যায়ে ভয়াবহ লোডশেডিং বিদ্যুতখাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে হাতপাখা ও হারিকেন হাতে নিয়ে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল জেলা বিএনপি ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠন। বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের রেজিস্ট্রিপাড়ায় সিলমি কমিউনিটি সেন্টারের সামনে এ কর্মসূচি পালন আয়োজন করা হয়।

বক্তারা বলেন, আমরা শহরে ২-৪ ঘণ্টা বিদ্যুত পেলেও গ্রামের মানুষ তাও পাচ্ছে না। তাই আগামী তিন দিনের মধ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুত ব্যবস্থা না করা হলে নেতাকর্মী ও জনগণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। নির্বাচন প্রসঙ্গে তারা আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোন নির্বাচন হবে না। আর জোর করে নির্বাচন দেয়ার চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে আমরা তা প্রতিহত করবো।

এসময় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ। এতে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপি নেতা জিয়াউল হক শাহীন, আবুল কাশেম, আতাউর রহমান জিন্নাহ, শ্রমিকদল নেতা একেএম মনিুরুল হক, জেলা মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -