নিজস্ব প্রতিবেদক: স্বৈরাচার শেখ হাসিনা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল মন্তব্য করে বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য রয়েছে উল্ল্যেখ করে টুকু বলেন, মনে রাখতে হবে এ দেশের মালিক হচ্ছে জনগণ। জনগণের অধিকারহরণ করবে আগামীতে এ ধরণের শাসন ব্যবস্থা আমরা চাই না।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে পিঠা উৎসব শেষে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘোষণা করেছেন। ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠবে।
এ সময় আরও বক্তব্য রাখেন- শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মাছুদুল আমীন শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু ও জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম প্রমুখ।
এর আগে সকালে দিনব্যাপি পিঠা উৎসবের উদ্বোধন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পাওয়া ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে হেলিকপ্টারে চড়িয়ে ঘুরানো হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।