রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরের কেরানী পাহাড় এলাকায় সাঁতার শিখতে গিয়ে কাপ্তাই হ্রদে ডুবে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাঙামাটি বন সংরক্ষক সুবেদার ইসলাম’র পুত্র অঙ্কন (১৫) ও তার বন্ধু অফিস সহকারী লিয়াকত’র ছেলে আদনান (১৫ ।
জানা যায়, বন সংরক্ষক’র ছেলে অংকন ও অফিস সহকারী লিয়াকত’র ছেলে আদনান বুধবার সকালে কাপ্তাই হ্রদের কেরানির পাহাড় এলাকায় সাঁতার শিখতে গিয়ে তারা দুই বন্ধু নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ তাদেরকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শওকত আকবর খান নিউজ টাঙ্গাইলকে বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে।