বঙ্গবন্ধু সেতু পূর্ব ওজন স্টেশনের পরিমাপ যন্ত্র বিকল হয়ে পড়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সৃষ্ট যানজটের অবসান হয়েছে। সোমবার ভোর ৫টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই সড়কে ধীরগতিতে যানবাহন চলাচল করে। এ সময় শত শত ট্রাক আটকা পড়ে। ট্রাক আটকে পড়ায় বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকা থেকে এলেঙ্গা পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। পুলিশের প্রচেষ্টায় বিকেল ৪টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকা থেকে কালিহাতী উপজেলার সড়াতৈল পর্যন্ত প্রায় আট কিলোমিটারে দীর্ঘ যানজটের অবসান ঘটে যানচলাচল স্বাভাবিক হয়। তবে দীর্ঘ ১১ ঘণ্টা চরম দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হয় যানবাহনের চালক ও যাত্রীদের। এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যানবাহন সেতু পার হলেও পূর্ব পাড়ের গোলচত্বর এলাকায় আটকে পড়ে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জামাল হোসেন জানান, বঙ্গবন্ধু সেতুর পূর্ব টোল প্লাজার তিনটি ওজন স্টেশনের মধ্যে একটি পুরোপুরি বিকল হয়ে পড়ে। বাকি দুটিও মাঝে মাঝে বিকল হয়ে পড়ায় সেতুর পূর্বপাড়ের ওজন স্টেশন এলাকায় শত শত ট্রাক আটকা পড়েছিল। ট্রাকের লাইন দীর্ঘ হওয়ায় বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকা থেকে কালিহাতী উপজেলার সড়াতৈল পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করায় বিকেল ৪টার দিকে যানচলাচল স্বাভাবিক করা সম্ভব হয়। এ প্রসঙ্গে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের সহকারী প্রকৌশলী ওয়াসিম আলী জানান, ওজন স্টেশনের যন্ত্রপাতি ঠিক আছে। গাড়ির চাপ বেশি থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছিল বলে জানান তিনি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।