মির্জাপুর প্রতিনিধি: অতঃপর ৩৮ ঘন্টা পর নিখোঁজ রাজিবের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার সময় রাজধানীর আশুলিয়ার নদী থেকে তাকে উদ্ধার করেছে তার স্বজনরা।
উল্লেখ্য, ঈদের পরদিন ১৩ আগস্ট মিরপুরে পিকনিক থেকে ফেরার পথে রাত আটটার দিকে সেলু থেকে টঙ্গীর তুরাগ নদীতে পড়ে নিখোঁজ হয় রাজিব (২০)। সে মির্জাপুর উপজেলার পৌর এলাকার বাওয়ার কুমারজানি উত্তরপাড়া গ্রামের মোঃ আবুল বাদশা মিয়ার ছেলে।
রাজিবের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সংবাদটি করা পর্যন্ত তার পরিবার সুত্রে জানা গেছে লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসা হচ্ছে। জানাযা ও দাফনের সময় এখনও ঠিক করা হয়নি।