৮’শত গাড়ির বহর নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে টাঙ্গাইল-৩ আসনের সাবেক এমপি রানা

0
119

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সরকার দলীয় সাবেক এমপি আমানুর রহমান খাঁন রানা দুটি হত্যা মামলায় জামিনে মুক্ত হওয়ায় ৮শতাধিক গাড়ির বহর নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা জানিয়েছেন। শনিবার (১৩জুলাই) সকালে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে টাঙ্গাইল থেকে রওনা হন।

জানা যায়, টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্বপার থেকে ৮শতাধিক গাড়ির বহর নিয়ে সকাল ৭টার দিকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন সাবেক এমপি রানা। তারা টুঙ্গিপাড়ায় পৌছান বিকেল সাড়ে ৪টার দিকে। পরে আমানুর রহমান খাঁন রানা তার নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান।

এই প্রথম ৮শতাধিক গাড়ি নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।এর আগের এতো বড় গাড়ির বহর নিয়ে কেউ কোনদিন বঙ্গবন্ধুর সমাধিতে ফুলের শ্রদ্ধা জানাননি।

উল্লেখ্য, টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা এবং দুই যুবলীগ নেতা মামলায় গত মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেলা কারাগার থেকে জামিনে বের হন সাবেক এমপি আমানুর রহমান খাঁন রানা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।