মঙ্গলবার, অক্টোবর ৩, ২০২৩
Homeদেশের খবর৯ বছরের শিশুর সর্বনাশ করলেন বখাটে বিনোদ চন্দ্র

৯ বছরের শিশুর সর্বনাশ করলেন বখাটে বিনোদ চন্দ্র

অনলাইন থেকে: রংপুরের পীরগাছা উপজেলায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে (৯) ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫ জুন) রাতে পীরগাছা থানার ওসি মাসুমুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (৩ জুন) বিকেলে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের ঘঘোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি একই গ্রামের মৃত খোকা চন্দ্র দাসের ছেলে বিনোদ চন্দ্র দাস (৪১)। তিনি এক মেয়ে ও এক ছেলের বাবা।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে ভুক্তভোগী শিশুর বাড়িতে বিদ্যুতের লাইনের কাজ করতে যায় বিনোদ। এ সময় শিশুর বাবা জমিতে কাজে ও মা ছাগল চড়ানোর জন্য বাইরে ছিল। এ সুযোগে একা পেয়ে ভুক্তভোগী শিশুকে ধর্ষণ করে বিনোদ। এ সময় শিশুর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে বিনোদকে আটক করে পুলিশে সংবাদ দেয়।

পীরগাছা থানার ওসি মাসুমুর রহমান জানান, এ ঘটনার সংবাদ পেয়ে ভুক্তভোগী শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসার জন্য পাঠানো হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবার করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিনোদকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -