শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
Homeজাতীয়সখীপুরে মাদকসেবীকে পুলিশে দিল মা-বাবা

সখীপুরে মাদকসেবীকে পুলিশে দিল মা-বাবা

 

নিউজ টাঙ্গাইল ডেস্ক: সখীপুরে মাদকসেবীকে পুলিশে দিল মা-বাবা টাঙ্গাইলের সখীপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে কাছে সোপর্দ করেছে তার বাবা-মা। শনিবার সন্ধ্যায় উপজেলার কাহারতা গ্রামের আবদুল মালেক মিয়ার মাদকাসক্ত ছেলে বুলবুল আহমেদকে (২৫) পুলিশে দেয়া হয়। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মাদকের টাকার জন্য বুলবুল বিভিন্ন সময় বাড়িতে ভাঙচুর চালাতেন। সম্প্রতি তার বখাটেপনা বেড়ে যাওয়ায় পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে পুলিশের হাতে তুলে দেন। সখীপুর থানার ওসি মাকছুদূুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওই পরিবার বিষয়টি জানালে আমরা তাকে আটক করে থানায় এনেছি। তার নামে মাদক আইনে মামলা হয়েছে। রবিবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -