সোমবার, মে ৬, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইল উপজেলা আ'লীগের সভাপতি লেবু, সম্পাদক রহিম

ঘাটাইল উপজেলা আ’লীগের সভাপতি লেবু, সম্পাদক রহিম

ঘাটাইল প্রতিনিধিঃদীর্ঘ ২০ বছর পর টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ সোমবার (৬ জুন) অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক শহিদুল ইসলাম (লেবু) কে সভাপতি ও বিলুপ্ত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ আহবায়ক এবং সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সোমবার দুপুরে ঘাটাইল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. ফারুক হোসেন সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন। এতে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষি মন্ত্রী ডঃ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক শামসুর নাহার চাঁপা, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম, ঘাটাইলের সংসদ সদস্য আলহাজ আতাউর রহমান খান, গোপালপুর-ভুঞাপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি সহ জেলা ও স্থানীয় নেতাকর্মিরা।

সদ্য বিলুপ্ত উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক মেয়র শহিদুজ্জামান খান শহীদ। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম (এমপি)

২০ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতা-কর্মীরা সম্মেলনে যোগ দেন। পরে সম্মেলনের মঞ্চেই সমঝোতার মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

উক্ত সন্মেলনে ঘাটাইলের সাবেক দুইবারের সংসদ সদস্য আলহাজ আমানুর রহমানের জায়গা হয়নি মঞ্চে। তাকে মঞ্চের সামনে একটি প্লাষ্টিকের চেয়ারে বসে পুরো সন্মেলন উপভোগ করতে দেখা যায়। সম্মেলন শুরু হওয়ার আগেই বিপুল সংখ্যাক নেতাকর্মি নিয়ে সভাস্থলে হাজির হয়ে তিনি। মুল মঞ্চে অপেক্ষাকৃত তৃতীয় সারির নেতাদের জায়গা হলেও তাকে জায়গা না দেওয়ায় তার সমর্থক ও নেতা কর্মিদের মধ্যে হতাশা বিরাজ করতে দেখা যায়। বিষয়টি স্বাভাবিক ভাবে মেনে নিতে পারেনি সন্মেলনে আগত অনেক নেতা কর্মিই।

তবে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কোন ধরনের হট্রগোল ছাড়াই সম্মেলনের পরিসমাপ্তি ঘটায় রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষজনের মধ্যে একটা কৃতজ্ঞতা ও স্বস্তি বিরাজ করছে।

অতি দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে নব নির্বাচিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মিয়া জানিয়েছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -