রবিবার, মে ৫, ২০২৪
Homeটাঙ্গাইল জেলানাগরপুরটাঙ্গাইলে নেশায় বাধা দেওয়ায় ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

টাঙ্গাইলে নেশায় বাধা দেওয়ায় ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

নিউজ ডেস্ক:টাঙ্গাইলের নাগরপুরে নেশায় বাধা দেওয়ায় সুলতান হোসেন স্বপন (৫৫) নামে একজন দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছে। এ ঘটনায় আজমির হোসেন (২৫) নামে আরো এক জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার গয়হাটা ইউনিয়নের ঘুনি সিংজোড়া বাজার এলাকায় ঘটনাটি ঘটে

সুলতান হোসেন স্বপন উপজেলার গয়হাটা ইউনিয়নের শ্যামপুর এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় একটি বিদ্যালয়ে সন্ধ্যায় কয়েকজন যুবক মিলে গাজা সেবন করছিলো। বিষয়টি স্বপন তাদের অভিভাবকদের জানায়। এক পর্যায়ে স্বপন সিংজোড়ারের বাসু মিয়ার চায়ের দোকানে গেলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। এসময় আজমির বাধা দিলে তাকেও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বপনকে মৃত বলে ঘোষণা করে।

পরে আজমিরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে নাগরপুর থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -