শনিবার, মার্চ ২৫, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে বিএনপির সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ঘাটাইলে বিএনপির সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নিউজ টাঙ্গাইল ডেস্ক:

তৃনমূলে দলকে শক্তিশালী ও পুনর্গঠনের লক্ষ্যে সারা দেশের ন্যায় আজ শনিবার সকালে ঘাটাইলে বিএনপির সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে এ সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে উপজেলা বিএনপি কার্যালয় সামনে উপজেলা ও পৌর বিএনপি যৌথভাবে এক অনুষ্ঠানের আয়োজন করে।

পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মজ্ঞুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সদস্য সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বুলবুল ভূঁইয়া, সাধারন সম্পাদক আ.খ.ম. রেজাউল করিম, পৌর বিএনপির সাধারন সম্পাদক ফারুক হোসেন ধলা, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক ও জামুরিয়া ইউপি চেয়ারম্যান শামীম খান, টাঙ্গাইল জেলা মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন খান প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল আলম,যুগ্ম সম্পাদক হেলালুর রহমান খান, খলিলুর রহমান, আবুবকর সিদ্দিক, পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক শামীম সরকার প্রমূখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -