মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪

নিউজ টাঙ্গাইল ডেস্ক: আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের টাঙ্গাইল জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের বেপারীপাড়া বিএনপি অফিসে সংগঠনটির পক্ষ থেকে পরিচিতি সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সংগঠনটির প্রধান উপদেষ্টা আশরাফ পাহেলী।

বক্তব্যে আশরাফ পাহেলী বলেন, সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতি ধরে রাখতেই সংগঠনটি তৈরি হয়েছে। শিগগিরই সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হবে।

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মো. কুতুব উদ্দীন জামালীর পরিচালনায় অনুষ্ঠানে ছিলেন- সংগঠনের উপদেষ্টা সৈয়দ শাতিল, মুরাদ হোসেন, এনামুল হক মনি পাহেলী, তাইবুর রহমানসহ সকল সদস্য। পরে সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়।

এর আগে ১৩ অক্টোবর সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ আইনুল হক স্বাক্ষরিত ৬৩টি সদস্যবিশিষ্ট আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের টাঙ্গাইল জেলা শাখার অনুমোদন পায়। এরপর কেন্দ্রীয় কমিটির অনুমোদনে সদস্য সংখ্যা বাড়িয়ে ৭৪ করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -