শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইল হামিদপুর বাজারের উন্নয়ন কাজের উদ্বোধন

ঘাটাইল হামিদপুর বাজারের উন্নয়ন কাজের উদ্বোধন

রেজাউল করিম খান রাজু, ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শত বছরের পুরনো হামিদপুর হাট বাজারের বেহাল দশা ছিল। এ বাজার রোডে ড্রেনেজ ব্যাবস্থা ও পাকাকরণ না হওয়ায় ক্রমশই বাড়ছিল জনদূর্ভোগ।এ দূর্ভোগের যেন শেষ ছিলনা। অল্প বৃষ্টি হলেই জমে আঠুপানি।সম্প্রতি জাতীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঘাটাইল উপজেলার ৭ নং দিঘর ইউপি চেয়ারম্যান মো.আবুল কালাম আজাদ (মামুন) হামিদপুর বাজারের উন্নয়নমূলক কাজের উদ্যোগ গ্রহণ করেন। ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত টাকা থেকে হামিদপুর বাজারের রাস্তা ঢালাইয়ের ব্যবস্থা গ্রহন করেন।

গতকাল বৃহস্পতিবার বিকালে এ এই উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করেন দিঘর ইউপি চেয়ারম্যান মো.আবুল কালাম আজাদ(মামুন),দিঘলকান্দী ইউপি চেয়ারম্যান মো.নজরুল ইসলাম, সাংবাদিক রেজাউল করিম খান রাজু,দিঘর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার শফিকুল ইসলাম তালুকদার,হামিদপুর হাটের ইজারাদার মো.স্বপন মিয়া ও এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান প্রমুখ।

এ ব্যাপারে দিঘর ইউনিয়ন চেয়ারম্যান মো.আবুল কালাম আজাদ(মামুন) বলেন, হামিদপুর বাজারের বেহাল অবস্থা ছিল,আমার জনগণের কষ্ট উপলব্ধি করিছিলাম,তাই আমার ইউনিয়ন পরিষদের টাকার বরাদ্দ এনে এই বাজারের উন্নয়ন করতে সক্ষম হচ্ছি। আগামীতে আরো (প্রকল্পখাত:এলজিএসপি-২) বরাদ্দ এনে বাজারের উন্নয়নের চেষ্টা করবো।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -