“অবক্ষয়”
লোকমান আহমেদ
মানুষ যেখানে হিংস্র পশু
মানুষ্যত্ব তুই করিয়াছিস ক্ষয়,
সখীপুর ভয়ঙ্কর জনপদ, এটা আমার নয়
তুই করিয়াছিস এর অবক্ষয়।
পাঁচ লাখ টাকার জন্য হত্যা, হে অবক্ষয়
জীবন হরণ, নয় কি রে তোর ভয়?
তুই কোথায় আছিস, আজ যে পলাতক
মানুষের ছদ্দবেশে ঘুরে ফিরছে এক প্রতারক।
সাহস থাকলে বেরিয়ে আয়
তুই কাপুরুষ, তুই বেঈমান
তোর ফাঁসি হবে, এটাই জনগণের রায়।
দুইদিনের দুনিয়ায় সবই মায়াময়
তুই কেমনে করলি এলাকার চরম অবক্ষয়?
অবুঝ সামিয়ার বিভৎস দেহখানী
কেমনে করে হত্যা করলি,শুধু ভাবী,
তোর রক্তে রনজিত হাত খানী
কখনো মুছিতে পারিবে না,তাহা জানি
তুই ভয়ঙ্কর, লোভী, অত্যাচারী।
রাতের আঁধারে তুই করিয়াছিস হত্যা
তুই এলাকার কীট, অমানুষের আত্মা।
সামিয়া মোদের ক্ষমা করো তুমি
অবুঝ শিশু কে হত্যা, কেমনে আমরা ভূলি।
সামিয়া তোমার জন্য সকলের হৃদয়ে আজ আন্তর্দাহ
আকাশ বাতাস ভারী, চলছে দূঃখের প্রবাহ।
সহজ সরল জনপথে উঠেছে রূপ ভয়ঙ্করী
সখীপুরে বসতি এখন অনুপযোগি।
ধ্বংস করতে হবে এই জনপথের হিংস্রতা
নইলে বিফলে যাবে সমাজ কর্ম যতো মানবতা।
আমরা করি না ভয়
আয় রে সবাই ছুটে আয়
জীবন দিয়ে রক্ষা করবো এর অবক্ষয়।
ধর্ষণ, হত্যা, নিশাগ্রস্ত দ্রব্য, নিষিদ্ধ চাই
এই অবক্ষয় রোধে আমরা একে অপরের ভাই।
মুক্তিযুদ্ধের ঘাঁটি, সখীপুরের মাটির সম্মান রক্ষায়
সকলের এগিয়ে আসতে হবে মেধা, দক্ষতায়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল
SUBSCRIBE করতে ক্লিক করুন।