সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীআনন্দ টিভির প্রতিনিধি সুবর্ণা নদীর খুনীদের গ্রেফতার ও বিচার দাবীতে কালিহাতীতে মানববন্ধন

আনন্দ টিভির প্রতিনিধি সুবর্ণা নদীর খুনীদের গ্রেফতার ও বিচার দাবীতে কালিহাতীতে মানববন্ধন

কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাব ও উপজেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বুধবার বেলা সাড়ে ১১টায় বেসরকারী টিভি চ্যানেল আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে হত্যার প্রতিবাদে স্থানীয় বাসষ্ট্যান্ডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম,সাবেক সভাপতি দুলাল হোসেন রানা, যুগ্ন-সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম লিটন,সহ-সম্পাদক ও আনন্দ টিভির কালিহাতী উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান চৌধুরী,উপজেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি সাব্বির আহমেদ আব্বাসী,সহ-সভাপতি আনিসুর রহমান শেলী,যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীন আলম,সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ মনির হোসেন,দপ্তর সম্পাদক শুভ্র মজুমদার প্রমুখ।
এসময় স্থানীয় সাংবাদিক নেতারা আনন্দ টিভির প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে দুর্বৃত্তরা তার নিজ বাসার সামনে অতর্কিত হামলা চালায়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাংবাদিক নদীকে মৃত ঘোষনা করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -