বুধবার, মার্চ ২২, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলআমি এখন বিএনপিকে দেখতি পারি না, তারা শুধু সরকারে যেতে চায়: কাদের...

আমি এখন বিএনপিকে দেখতি পারি না, তারা শুধু সরকারে যেতে চায়: কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন- আমি রাজনীতি করি সম্মানের জন্য। তাছাড়া আমি কোনো প্রেম করি নাই। আমার প্রেম বঙ্গবন্ধুর সঙ্গে। অনেকে রাজনীতি করে এমপি হবে, মন্ত্রী হবে। আমি বঙ্গবন্ধুকে দেখে রাজনীতিতে এসেছি। ওইরকম চাটুকার এমপি-মন্ত্রী হওয়ার চাইতে অন্যের বাড়িতে রাখাল হওয়া অনেক ভালো। তা না হলে আমি রিকশাওয়ালা হতাম, গরুর রাখাল হতাম। যত দিন বেঁচে থাকব, বঙ্গবন্ধুকে বুকে ধারণ করে বাঁচব।

বঙ্গবীর বলেন- বিএনপির এক নেতা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পাকিস্তানই ভালো ছিল। তাই আমি তাকে বলব, যাদের এই দেশে ভালো না লাগে পাকিস্তান চলে যান তাড়াতাড়ি। মরি বাচি সুখে থাকি, দুঃখে থাকি দেশেই থাকব। আমি ভুল করতে পারি জেনে শুনে কোনো অন্যায় করিনি। রাষ্ট্র নায়ক, নেতা হওয়া বড় কঠিন কাজ। আলেম দিয়ে যেমন দোজক শুরু করবেন, বেহেস্ত শুরু করবেন,
আলেমের পরে তেমনি রাষ্ট্র নায়ক দিয়েও বেহেস্ত-দোজক ভর্তি করবেন আল্লাহ।

বুধবার (৮ মার্চ) বিকাল সাড়ে ৫ টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আষাড়িয়া চালা শওকত আলী ভূইয়া উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক শ্রমিক জনতালীগ আয়োজিত এক জনসভায় তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন- দেশে সবকিছুর দাম কিন্তু বেড়েছে। চালের দাম বাড়ল, তেলের দাম বাড়ল, পেট্রলের দাম বাড়ল, সবকিছুর দাম বাড়ল। কিন্তু এ নিয়ে একদিন বিএনপিকে রাস্তায় শুতে দেখলাম না। বিএনপি শুধু সরকারে যেতে চায়। আমি এখন বিএনপিকে দেখতে পারি না।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) আরও বলেন,
মানুষের সেবা না করলে তাঁর দোজক হবে একবারে বান্দা। এই হবে মানুষের দেশ। মানুষ হবে দেশের মালিক। কিন্তু আজ দেশের মালিক দারুগা পুলিশরা মালিক, অফিসাররা মালিক, যারা চুরি কইে টাকা কামাইছে আজ তারা মালিক। আমরা এ দেশ চাই না। চুরি করার জন্য জন্মাইনি, মানুষের সেবা করার জন্য জন্মেছি। একবার শক্ত করে গামছাটা ধরুণ আপনাদের সম্মান বাড়বে।

কৃষক শ্রমিক জনতা লীগের জনসভায় ঘাটাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান সরকারের সভাপতিত্বে কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইল জেলা সহ-সভাপতি আব্দুল হালিম সরকার লাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম আবু সালেক হিটলু, ঘাাটইল উপজেলার সভাপতি আব্দুল হালিম মিয়া, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, ধলাপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলবুল হায়দার প্রমূখ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -